প্রশাসনিক পূনর্বিন্যাস ও সংস্কার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল (১৯৭২-৭৫) : ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকে বিচ্ছিন্ন ভাবে হলেও বিভিন্ন প্রশাসনিক পূনর্বিন্যাস ও সংস্কার কমিটি গঠন এবং তাদের প্রণীত সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় প্রশাসনে কিছুটা সংস্কার হয়েছে।
– : –
সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রেস্টোরেশন কমিশনঃ : ১৯৭২ সালের ৪ জানুয়ারি প্রথম বারের মত প্রশাসনিক সংস্বারের একটি রুপ রেখা নিয়ে এ একটি সুপারিশ প্রণয়ন করে।
– : এই কমিটির সুপারিশ অনুযায়ী প্রাদেশিক সচিবালয়কে জাতীয় সচিবালয় রুপান্ত্রিত করা হয়।
– : এতে ২০টি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তর, বিভাগ ও স্বায়ত্ত শাসিত সংস্থা রাখা হয়।
জিয়াউর রহমান শাসনামল (১৯৭৬-৮১) : ১৯৭৬ সালে পে অ্যান্ড সার্ভিস কমিশন গঠিত হয়।
– : এর সুপারিশমালা ব্যাপকভাবে সরকার কতৃক কার্যকর হয়।
এরশাদ সরকার শাসনামল (১৯৮২-৯০) : মার্শাল ল কমিটিঃ মার্শাল ল কমিটিকে দায়িতে দেয়া হয় মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিভাগ ও দপ্তর গোলর গঠন কাঠামো পরীক্ষা করে দেখা এবং বেসামরিক চাকরির ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর উপায় সম্পর্কে সুপারিশ করার।
খালেদা জিয়ার প্রথম শাসনামল (১৯৯১-৯৬) : ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার আসার পর উপজেলা পদ্ধতি বাতিল করা হয়।
শেখ হাসিনার প্রথম শাসনামল (১৯৯৬-০১) : স্থানীয় সসরকার পদ্ধতি পূনর্গঠন কমিশনঃ কমিশন সথানীয় সরকার পদ্ধতি সম্পর্কে জরিপ চালিয়ে গ্রাম পরিষদ, ইউনিয়ন, পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নামে চার স্তরের স্থানীয় সরকার পদ্ধতি প্রবর্তনের সুপারিশ করে।
খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদের শাসনামল (২০০১-২২০৬) : এ সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদাশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নামে দুটি নতুন মন্ত্রণালয় গঠন করেছে।
শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদের শাসনামল (২০০৯-২০১৪) : প্রশাসনে জ্যেষ্ঠ সচিবের পদ সৃষ্টি করা হয়।
– : পলিশ বাহিনিকে প্রশাসন বিভাগের নিইয়ন্ত্রণমুক্ত রাখতে কতিপয় উদ্যোগ গ্রহন করা হয়।
শেখ হাসিনার তৃতীয় মেয়াদের শাসনামল (২০১৪—) : সম্প্রতি এটি যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে।
– : তবে এ সকার সদ্য ক্ষমতাসীন হয়েছে কাজেই এখন ও উল্লেখ যোগ্য কার্যক্রম গ্রহন করা হয়নি।
– : –
বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম : সুপ্রীম কোর্ট।
সুপ্রীম কোর্টর ডিভিশন : ২ টি। হাইকোর্ট ডিভিশন ও এ্যাপিলেট ডিভিশন।
আপিল বিভাগের বর্তমানে বিচারকের সংখ্যা : ৮ জন।
সুপ্রীম কোর্টের বিচারপতির কার্যকালের মেয়াদ : তাদের বয়স ৬৭ বৎসর পূর্ন হওয়া পর্যন্তু।
সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য : প্রধান বিচারপতি ও পরবর্তী দুজন সিনিয়র বিচারপতি।
বিচারপতিদের নিয়োগ করেন : রাষ্ট্রপতি।
দেশে প্রথম মহিলা বিচারপতির নাম : নাজমুন আরা সুলতানা।
দেশে প্রথম মহিলা বিচারপতির (আপিল বিভাগ) নাম : নাজমুন আরা সুলতানা।
বাংলাদেশে প্রথম অন্ধ পাবলিক প্রসিকিউটর (পিপি) : এডভোকেট খাদেমুল ইসলাম।
দেশের প্রথম মহিলা পিপি-র নাম : শামীম আরা স্বপ্না|
হাই কোর্টে ফতোয়া বেআইনি বলে রায় : ১ জানুয়ারী, ২০০১।
সুপ্রীম কোর্টে ফতোয়াকে অবৈধ বলে ঘোষনা : ৪ মার্চ, ২০০১।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ স্বাধীন পথ চলা শুরু হয় : ১ নভেম্বর, ২০০৭।
বিচার বিভাগ স্বাধীন করতে মামলা করেন : মাজদার হোসেনসহ ৪৪০ বিচারক।
মাজদার হোসেন মামলাটি করেন : ১৯ নভেম্বর, ১৯৯৫।
মাজদার হোসেন মামলার বাদি পক্ষের প্রধান আইনজীবি ছিলেন : ব্যারিস্টার আমীর-উল-ইসলাম।
হাইকোর্ট মাজদার হোসেনের পক্ষে রায় প্রদান করেন : ০৭ মে, ১৯৯৭।
আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে ১২ দফা নির্দেশনা প্রদান করেন : ১৯৯৯।
বিচার বিভাগ স্বাধীন করতে বিভিন্ন সরকার সময় নেয় : ২৭ বার।
স্বাধীন বিচার বিভাগ করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ সষ্টি করা হয় : ৬৫৫ জন (৬০০টি জুডিশিয়াল
– : ও ৫৫টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে স্বাধীন বিচার বিভাগ চালু হয় : ২১৮ জন সহকারী জজ।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ প্রদান করা হয় : জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে।
জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা জন : ১১ জন।
জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্য সংখ্যা জন : ৯ জন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা ক্ষেত্রে সুনির্দিষ্ট আছে : ২৫টি ক্ষেত্রে।
ব্রিটিশ আমলে সর্ব প্রথম থেকে ফৌজদারী আদালত স্থাপন করা হয় : ১৭৭২ সালে।
ব্রিটিশ আমলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ন স্বাধীন করে দেন : লর্ড কর্নওয়ালিশ, ১৭৯৩।
ব্রিটিশ আমলেআবার নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ একীভূত করেন : লর্ড হেস্টিংস, ১৮২১।
ব্রিটিশ আমলে দেওয়ানী কাজ ফৌজদারী কাজ থেকে আলাদা করা হয় : ১৮৩১ সালে।
মূল সংবিধানের বিচার বিভাগ আলাদা করার কথা বলা হয় : ২২ অনুছেদে।
পয়েন্ট
১.এলিফ্যান্ট পয়েন্ট
>>>>> কক্সবাজার
২.হিরণ পয়েন্ট
>>>>>>>>সুন্দরবনের দক্ষিণে
৩.টাইগার পয়েন্ট
>>>>>> সুন্দরবনের দক্ষিণে
৪.জাফর পয়েন্ট >>>>>>> দুবলার চরের অপর নাম( সুন্দরবন)
৫.লাবণী পয়েন্ট >>>>>>>কক্সবাজার সমুদ্র সৈকতে
৬.জিরো পয়েন্ট >>>>>>>ঢাকা গুলিস্থান(নূর হোসেন চত্বর), রাজশাহী শহরে
**** সাগর
১.রাম সাগর >>>>> দিনাজপুর
২.নীল সাগর >>>>>> নীলফামারী
৩.ধর্ম সাগর >>>>>> কুমিল্লা
৪. জয় সাগর >>>>> সিরাজগঞ্জ
৫.বিজয় সাগর >>>> রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬.শহীদ সাগর >>>>>নাটোর
৭.দূর্গা সাগর >>>>বরিশাল
**** ভ্যালি****
১. ভেঙ্গি ভ্যালি>>>> রাঙ্গামাটি(কাপ্তাই দ্বারা প্লাবিত)
২.হালদা ভ্যালি>>>>> খাগড়াছড়ি
৩.বলিশিয়া ভ্যালি>>>> মৌলভীবাজার
বাংলাদেশের সকল কিছুর সংখ্যাঃ
______________________________
০১. বিভাগ – ৮ টি
০২. জেলা – ৬৪ টি
০৩. সিটি কর্পোরেশন – ১২
টি
০৪.
উপজেলা
– ৪৯৩টি
(সর্বশেষ-
ডাসার,
মাদারিপুর)
০৫.
পৌরসভা
– ৩২৯
টি
(সর্বশেষ-
তাড়াশ,
সিরাজগঞ্জ)
০৬.
থানা
– ৬৫০
টি
(সর্বশেষ-
হাতিরঝিল)
০৭.
ইউনিয়ন
– ৪৫৬২
টি
০৮.
গ্রাম
– ৮৭১৯১
টি
০৯.
শিক্ষা
বোর্ড
– ১১
টি
১০.
শিক্ষা
স্তর
– ৪
টি
১১.
সরকারি
(পাবলিক)
বিশ্ববিদ্যালয়
– ৪৫
টি
১২.
সরকারি
বিজ্ঞান
ও
প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়
– ১০
টি
(সর্বশেষ- বঙ্গমাতা
শেখ
ফজিলাতুন্নেছা
মুজিব
বিজ্ঞান
ও
প্রযুক্তি
বি.)
১৩.
সরকারি
মেডিকেল
বিশ্ববিদ্যালয়
– ৪
টি
(সর্বশেষ- সিলেট
মেডিকেল
বি.)
১৪.
টেক্সটাইল
বিশ্ববিদ্যালয়
– ১
টি
১৫.
কৃষি
বিশ্ববিদ্যালয়
– ৫
টি
(সর্বশেষ-
খুলনা
কৃষি
বিশ্ববিদ্যালয়)
১৬.
নদী
বন্দর
– ৩৩
টি
(সর্বশেষ-
মেঘাই
ঘাট
নাটুয়াপাড়া
নদীবন্দর)
১৭.
সমুদ্র
বন্দর
– ৩
টি
(সর্বশেষ-
পায়রা
সমুদ্র
বন্দর)
১৮.
স্হল
বন্দর
– ২৩
টি
(সর্বশেষ
– বাল্লা,
হবিগঞ্জ)
১৯.
গ্যাস
ক্ষেত্র
– ২৭
টি
২০.
সার
কারখানা
– ১৫
টি
২১.
সরকারি
সার
কারখানা
– ৮
টি
২২.
সরকারি
বস্ত্র
কল
– ১৮
টি
২৩.
সরকারি
চিনি
কল
– ১৫
টি
২৪.
চা
বাগান
– ১৬৭
টি
২৫.
সরকারি
পাটকল
– ২৬
টি,
চালু
– ১৮
টি
২৬.
পরিবেশ
আদালত
– ৩
টি
২৭.
আবহওয়া
কেন্দ্র
– ৪
টি
২৮.
আন্তর্জাতিক
বিমানবন্দর
– ৪
টি
২৯.
মোট
তফসিলি
ব্যাংক-
৫৯টি
(সর্বশেষ-
কমিউনিটি
ব্যাংক
বাংলাদেশ
লিমিটেড)
৩০.
বাংলাদেশ
সিভিল
সার্ভিসের
বর্তমান
ক্যাডার
সংখ্যা
– ২৬ টি
(১৫
নভেম্বর
‘১৮
ইকোনমিক
ক্যাডার
বিলুপ্ত
করা
হয়)।Top of Form
Bottom of Form
বাংলাদেশ বিষয়াবলীর কনফিউশন প্রশ্ন
১.১.বাংলার প্রথম
+ শেষ
স্বাধীন সুলতান-
= ফকরুদ্দিন মোবারক
শাহ
+গিয়াসউদ্দিন মাহমুদ
শাহ
২.
বাংলার
প্রথম
+ শেষ
স্বাধীন নবাব-
= মুর্শিদ কুলি
খান
+ সিরাজউদ্দৌলা
৩.
ভারতবর্ষে + বাংলায় প্রথম
মুসলিম
শাসন
প্রতিষ্ঠাতা
= মুহম্মদ ঘুরি
+ ইখতিয়ার উদ্দিন
বখতিয়ার খিলজি
৪.
দিল্লির সিংহাসনে আহোরণকারী প্রথম
নারী
মুসলিম
শাসক
= সুলতানা রাজিয়া ।
৫.
প্রথম
দক্ষিণ
ভারত
+ দাক্ষিণাত্য জয়কারী মুসলমান শাসক-
= আলাউদ্দিন খিলজি
+ মালিক
কাফুর
।
৬.
বাংলার
সেন
বংশের
শেষ
+ সর্ব
শ্রেষ্ঠ রাজা-
= লক্ষণ
সেন
+ বিজয়সেন ।
৭.স্পেন বিজয় + সিন্ধু
বিজয়
কারী
প্রথম
মুসলিম-
= তারিক
+ মুহাম্মদ বিন
কাশিম।
৮.
সুলতান
মাহমুদ
ভারতবর্ষ আক্রমণ
করেন=১৭বার।
৯.
উপমহাদেশে স্থায়ী মুসলিম
শাসন
+ আফগান
সম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন-
= কুতুবউদ্দিন আইবেক
+ শেরখান
বা
শেরশাহ।
১০.
ভারতবর্ষে মুঘল
সম্রাজ্যের প্রতিষ্ঠাতা = বাবর।
১১.
বাংলার
নাম
‘জান্নাতাবাদ’ দেন
= সসকল
১২.
বাংলাদেশকে প্রথম
স্বীকৃতি দিয়েছে –
– ভারত
(প্রচলিত উত্তর)
– ভুটান
(বর্তমান সরকারের ঘোষণা
অনুযায়ী)।
১৩।স্বাধীনতার ঘোষনা
পত্র
জারি
করা
হয়-
১৭
এপ্রিল,
১৯৭১
১০
এপ্রিল,
১৯৭১
(সঠিক)
মনে
রাখুন
: ১৭
এপ্রিল
জাস্ট
শপথ
নিয়ে
মুজিবনগর সরকার
দ্রুত
স্থান
ত্যাগ
করে
তাই
যা
কিছু
হয়
সব
১০
এপ্রিল।
১৪।ধান
গবেষনা
ইন্সিটিউট অবস্থিত –
– গাজীপুর (BRRI- বাংলাদেশ )
ম্যানিলা (IRRI- আন্তর্জাতিক)
১৫।ঢাকা বাংলাদেশের রাজধানী হয়-
৪
বার/৫ বার?
– ৪
বার
বাংলার
(১৬১০,
১৬৬০,
১৯০৫,
১৯৪৭)
১
বার
বাংলাদেশের (১৯৭১)। মোট
৫বার।
১৬।পার্বত্য চট্টগ্রামে উপজাতি
বসবাস
করে
১১/১২টি
→ ১২টি
১৭।বাংলাদেশে উপজাতির সংখ্যা
৪৫/৪৮ ?
→ ৪৫
টি।
১৮।বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) যে
খাতের
অবদান
সবচেয়ে বেশি-
কৃষি/শিল্প/সেবা?
→সেবা।
১৯।মোট
সেক্টর
কমান্ডার ছিলেন
১৬
জন/১৯ জন?
– ১৬
জন
( সোর্স
: স্বাধীনতার দলিলপত্র)
২০।সেন্টমার্টিন দ্বীপের আয়তন-
৮
ব.কিমি/৯ ব.কিমি?
উত্তর
: ৮
বর্গকিমি (উইকিপিডিয়া)।
২১।ঢাকা সিটিতে
আসন
সংখ্যা-
১৫
টি/২০ টি?
– ১৫
টি।
(ঢাকা
জেলায়
আসন
সংখ্যা
২০
টি)।
২২।মোট বীর
উত্তম-
৬৮
জন/
৬৯
জন?
– ৬৯
জন।
(স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য
মোট
৬৮
জনকে
বীর
উত্তম
খেতাবে
ভূষিত
করা
হয়েছিল। সর্বশেষ মরণোত্তর বীর
উত্তম
পদক
পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল
আহমেদ(২০১০)।
বঙ্গবন্ধুকে ১৯৭৫
সালের
আগস্টে
বাঁচানোর চেষ্টার জন্য
তাঁকে
২০১০
সালে
মরণোত্তর বীর
উত্তম
পদক
প্রদান
করা
হয়
২৩।সাংবিধানিক পদ
এবং
প্রতিষ্ঠান কয়টি?
→পদ
৯টি,
প্রতিষ্ঠান ৭
টি।
বাংলাদেশ বিষয়াবলী
১। স্যাটেলাইট উৎক্ষেপণকারী ৫৭ তম দেশ
কোনটি?
=বাংলাদেশ
২।বঙ্গবন্ধু স্যাটেলাইটের কক্ষপথ কোনটি?
– ১১৯ দশমিক ১ পূর্ব
দ্রাঘিমাংশে
৩।পদ্মা সেতুর প্রস্থ কত?
=১৮.১ মি.
৪।বঙ্গোপসাগরের কত বর্গ কি.
মি. এলাকাকে মেরিন
প্রটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা
করা হয়েছে?
=১৭৩৮ বর্গ কি.মি.
৫। বাংলাদেশের মোট জনসংখ্যার কত
শতাংশ শিশু?
=৪০ শতাংশ
৬। বাংলাদেশে বয়স্কভাতা চালু হয় কবে?
– ১৯৯৭-৯৮ অর্থবছরে ( নোট:বিধবাভাতা চালু হয়- ১৯৯৮-৯৯
অর্থবছরে)
৭। বাংলাদেশে কাজের বিনিময়ে খাদ্য
কর্মসূচি চালু হয় কবে?
= ১৯৭৫ সালে।
৮।বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করা হয়
কবে?
= ১৯৯৭ সালে ( প্রধানমন্ত্রীর কার্যালয়ের
অধীনে)
৯। দারিদ্র্য বিমোচন কৌশলপত্র ( পিঅারএসপি)
তে কর্মসূচি
রয়েছে কতটি?
=-১৮টি
১০।কৃষকদের জন্য ১০ টাকায়
হিসাব খোলার সুবিধা প্রদান
করা
হয় কবে?
=২০১০ সালে
১১। বাংলাদেশ থেকে বর্তমানে কর্মী
পাঠানো হচ্ছে কতটি
দেশে ?
= ১৬২ টি দেশে
১২ সম্প্রতি বাংলাদেশে থ্রাস্ট সেক্টর ঘোষণা করা
হয়েছে
কোন খাতকে?
= বৈদেশিক কর্মসংস্থান খাতকে
১৩।৮ম চ্যাম্পিয়ন ট্রফি-২০১৭ তে
প্রথম সেঞ্চুরি করেন কে?
=তামিম ইকবাল
১৪।নকশালবাড়ি আন্দোলন শুরু হয় কবে?
= ১৯৬৭ সালের ২৪ মে
( নোট নেতা ছিলেন- চারু
মজুমদার ও কানু
স্যানা , এটি দমন করা
হয়- ১৯৭২ সালে
১৫। বাংলাদেশের কোথায় ৬ লেন
বিশিষ্ট উড়াল সড়ক নির্মিত
হচ্ছে?
=ফেনী
১৬।প্রতিষ্ঠার সময় আওয়ামী লীগের
নাম ছিল-
=পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ
১৭। উপজেলা পরিষদের ১ম
নির্বাচন হয় কত সালে?
=১৯৮৫ ( আইন ১৯৮৩)
১৮।বাংলাদেশের পাহাড়গুলোকে কয় ভাগে ভাগ
করা যায়?
=২ ভাগে
১৯।মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা
কমিটির
আহবায়ক ছিলেন কে?
=তাজউদ্দিন আহমেদ
২০।আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা
আদেশ ‘ ঘোষিত হয় কত
তারিখ?
=১০ এপ্রিল
২১। ২১শে ফেব্রুয়ারিকে শহিদ
দিবস ঘোষণা করা হয়
কবে?
=১৯৫৬ সালে
২২।জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক
মাতৃভাষা
হিসেবে স্বীকৃতি দেয় কবে?
– ৫ ডিসেম্বর ২০০৮ সালে
২৩।বাংলাদেশে প্রথম সৌর বিদ্যুৎ
উৎপাদিত হয় কবে থেকে
= ১৯৮১ সালে
২৪। বর্তমানে হোম সোলার প্যানেল
স্থাপনে শীর্ষে কোন
দেশ?
= বাংলাদেশ
২৫।FAO এর প্রতিবেদন অনুযায়ী
বাংলাদেশে বর্তমানে বনভূমির
পরিমাণ কত?
= ১১%
২৬। বর্তমানে কতটি পণ্যের মোড়কে
পাটের চট ব্যবহার
বাধ্যতামূলক?
=১৯টি
২৭।বাংলাদেশের দীর্ঘতম নদীপ্রণালী কোনটি?
= সুরমা – মেঘনা
২৮। ঢাকা গেইট নির্মাণ
করেন কে?
= মীর জুমলা
২৯। বাংলাদেশের জাতীয় পতাকা গৃহিত
হয় কবে?
= ১৯৭২ সালের ১৭ জানুয়ারি
৩০। জাতীয় পতকা থেকে
মানচিত্র বাদ দেওয়া হয়
কবে?
=১৯৭২ সালের ৪ জানুয়ারি
৩১। বাণিজ্যিকভাবে সৌর বিদ্যুৎ উৎপাদিত
হয় কবে?
= ১৯৯৬ সালে
৩২।’মডেল পিস কিপারস’
বলা হয় কাকে?
= বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে
৩৩।বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সাফল্যের সঙ্গে
গণভোট সম্পন্ন করেছে কোন দেশে?
=দক্ষিণ সুদানে
৩৪।বাংলাদেশ এখন পর্যন্ত কতটি
শান্তিরক্ষা মিশনে
অংশগ্রহণ করেছে?
=৫৪টি মিশনে।
৩৫। বাংলাদেশ থেকে বর্তমানে কর্মী
পাঠানো হচ্ছে কতটি
দেশে?
= ১৬২ টি দেশে
৩৬।বাংলাদেশে জেন্ডার বাজেট প্রথম দেওয়া
হয় কবে?
= ২০০৯-১০ অর্থবছরে
৩৭। বাংলাদেশ কিয়োটো চুক্তিতে অন্তর্ভুক্ত হয় কবে?
=২০০১ সালের
৩৮।তাহমিমা আনামের কোন গল্পটি
ও’হেনরি পুরষ্কার
পেয়েছে?
=গার্মেন্টস
৩৯।। বাংলাদেশ জাতিসংঘ কতৃক এলডিসি তালিকাভুক্ত
হয়
কবে?
=১৯৭৫ সালে
৪০।স্বাস্থ্য সেবার জন্য সার্বক্ষণিক
কল সেন্টারের নাম কি?
=স্বাস্থ্য বাতায়ন
৪১।এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে কবে?
=আশুলিয়ায়
৪২। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন
প্রণীত হয়েছে কবে?
=১৯৯৫
৪৩।জীববৈচিত্র্য আইন প্রণয়ন করা
হয় কত সালে?
=২০১৭
৪৪।বাংলাদেশে সাধারণত কয় ধরনের বন্যা
হয়?
=৩ ধরনের
৪৫। ট্রেজার বেন্চ হল
= সংসদের সামনের দিকের আসনগুলো
৪৬।জাতীয় ফোরাম কোনটিকে বলা
হয়?
= আইন সভা বা জাতীয়
সংসদকে
৪৭। যুদ্ধ ঘোষণার জন্য
রাষ্ট্রের কোন বিভাগের অনুমোদন
প্রয়োজন হয়?
= আইন সভার
৪৮।বাংলাদেশের বর্তমান মন্ত্রী সভায় কতজন নারী
মন্ত্রী
আছেন
= ৫
৪৯।সরকারি বিল উত্থাপনের জন্য
প্রয়োজন হয় কতদিন ?
= ৭
৫০ । রাষ্ট্রপতির
নিকট প্রেরিত বিল সম্মতি দেন
কত দিনের
মধ্যে ?
= ১৫
বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নিয়ে কিছু সাধারণ জ্ঞান।
১. আগরতলা ষড়যন্ত্র মামলা
দায়ের করা হয় কখন?
উত্তরঃ-মে, ১৯৬৮
২. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা
কে?
উত্তরঃ-জব
চার্নিক
৩. কোন সম্রাটের আমলে
পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ
করা হয় ?
উত্তরঃ-শাহজাহান
৪. আকবর দিল্লির সিংহাসনে
বসার সময় তার বয়স
ছিল –
উত্তরঃ-১৩ বছর
৫. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে
গঠিত হয় ?
উত্তরঃ-১৯৫২
৬. পাল বংশের শ্রেষ্ঠ
নরপতি কে ?
উত্তরঃ-ধর্মপাল
৭. বাংলায় মুসলিম শাসন
কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ-ত্রয়োদশ শতাব্দী
৮. অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক –
উত্তরঃ-লর্ড ওয়েলেসলি
৯. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উত্তরঃ-৩১ জানুয়ারী ১৯৫২
১০. বখতিয়ার খলজি বাংলা জয়
করেন কোন সালে?
উত্তরঃ-১২০৪
.
Discussion about this post