শিক্ষার আলো ডেস্ক
পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩০ জানুয়ারি) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন। গত বছরের তুলনায় কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) প্রতিষ্ঠানের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও।
এবারে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ শিক্ষার্থী। ২০২০ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করা শতভাগ শিক্ষার্থীকে পাস করেছেন।
চলতি বছর কারিগরি বোর্ড থেকে ১ লাখ ৩৩ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী ১ হাজার ৮৪০ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। মহামারি পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই জেডিসি ও দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে আলিম পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হল। সে হিসেবে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
কারিগরি বোর্ড থেকে এবারে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ জন। সে হিসেবে জিপিএ-৫-এর হার ৩ দশমিক ১০ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৩৬ জন। সে হিসেবে এবারের কারিগরিতে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাটা বেড়েছে।
এবারে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) প্রতিষ্ঠানের সংখ্যাটাও বেড়েছে। গত বছর প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৭৮৫টি। এবারে তা বেড়ে হলো ১ হাজার ৮৪০টিতে।
Discussion about this post