নিজস্ব প্রতিবেদক
বহু অপেক্ষার পর পরীক্ষা ছাড়াই ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমানের ফল শনিবার (৩০ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। এইচএসসি ও সমমানে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থীকে জিপিএ ফাইভ দেয়া হয়েছে। সে হিসেবে মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৮৩ শতাংশ জিপিএ ফাইভ পেয়েছেন। আর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করা ১৩ লাখ ৬৭ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছে।
৯টি সাধারণ বোর্ড থেকে এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। আর আলিমে জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৪৮ জন শিক্ষার্থী। এইচএসসি বিএমে জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ১৪৫ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করা ৯৭ হাজার ৯৬৭ শিক্ষার্থীর সবাই পাস করেছেন। বোর্ড থেকে ১২ হাজার ১৪৩ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। সে হিসেবে ১২ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন।
কুমিল্লা বোর্ড থেকে ১ লাখ ২ হাজার ৩৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বোর্ড থেকে ৯ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। মোট পরীক্ষার্থীর ৯ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে।
রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। মহামারি পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হল। সে হিসেবে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বোর্ড থেকে ২৬ হাজার ৫৬৮ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন।
যশোর বোর্ড থেকে ১ লাখ ২১ হাজার ৫২৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তারা সবাই পাস করেছেন। এ বোর্ড থেকে ১২ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। সে হিসেবে মোট পরীক্ষার্থীর ১০ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন।
ময়মনসিংহ বোর্ড থেকে ৮৪ হাজার ৪০৫ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বোর্ড থেকে ১০ হাজার ৪০ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। এ হিসেবে মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৯০ শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে।
চলতি বছর বরিশাল বোর্ড থেকে ৬৮ হাজার ৯২০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তারা সবাই পাস করেছেন। এ বোর্ড থেকে ৫ হাজার ৫৬৮ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। এ হিসেবে মোট পরীক্ষার্থীর ৮ দশমিক ০৮ শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে।
দিনাজপুর বোর্ড থেকে ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তারা সবাই পাস করেছেন। এ বোর্ড থেকে ১৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। সে হিসেবে মোট পরীক্ষার্থীর ১২ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন।
চলতি বছর মাদরাসা বোর্ড থেকে ৮৮ হাজার ৩০২ জন শিক্ষার্থী ২ হাজার ৬৮৪টি মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। শতভাগ শিক্ষার্থী পাস করেছে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ৪ হাজার ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সে হিসেবে জিপিএ ফাইভের হার ৪ দশমিক ৫৮ শতাংশ। গতবছর ২ হাজার ২৪৩ জন আলিম পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছিলেন।
চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৩৩ হাজার ৭৪৬ শিক্ষার্থী ১ হাজার ৮৪০ টি প্রতিষ্ঠান থেকে এইচএসসি বিএম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তারা সবাই পাস করেছেন। বোর্ড থেকে ৪ হাজার ১৪৫ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। সে হিসেবে জিপিএ ফাইভ পাওয়ার হার ৩ দশমিক ১০ শতাংশ। গতবছর এ পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছিল ৩ হাজার ২৩৬ জন।
Discussion about this post