আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি পার্কে স্থাপিত ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে।
উত্তর ক্যালিফোর্নিয়ার সিটি অব ডেভিসের পার্কে থাকা ৬ ফুট উচ্চতা ও ২৯৪ কেজি ওজনের ব্রোঞ্জের ওই ভাস্কর্যটির গোড়ালি থেকে কেটে ফেলা হয়েছে। সেই সঙ্গে ভাস্কর্যের মাথার একাংশ ভেঙে ফেলা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
জানা গেছে, গত ২৭ জানুয়ারি পার্কের গেট খুলে কর্মীরা দেখেন গান্ধীর ভাস্কর্য ভেঙে মাটিতে পড়ে আছে। খবরটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ছেন প্রবাসী ভারতীয়রা। এর পরিপ্রেক্ষিতে নিউইয়র্কের মেয়র জানিয়েছেন, খুব শিগগির পার্কে আবারও গান্ধীর ভাস্কর্য স্থাপন করা হবে।
মেয়র কাউন্সিলের সদস্য লুকাস ফেরিচ সাংবাদিকদের জানান, আপাতত ওই ভাস্কর্যটি সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটি ফের তৈরি করা করা হবে।
Discussion about this post