নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩১ মার্চের মধ্যে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করতে চার দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে দাবি মেনে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের আহ্বান জানান তারা।
অন্যান্য দাবিতে এই শিক্ষার্থীরা উল্লেখ করেন, পরীক্ষা চলাকালে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করা, করোনাকালে হল ফি-সহ অন্যান্য অতিরিক্ত ফি মওকুফসহ সব দাবি মেনে নিয়ে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করা।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন মানিকের সঞ্চালনায় মানববন্ধনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকি বলেন, আর কতদিন এভাবে আমাদের প্রতীক্ষার প্রহর গুনতে হবে। পরিবারে ইতোমধ্যে আমরা বোঝা হয়ে পড়েছি। পরিবার এখন আমাদের কাছে কিছু চায়। তাদের করুণ চাহনি দেখে যখন আমরা কিছুই করতে পারছি না তখন আমরা সত্যিই মানসিকভাবে ভেঙে পরছি।
সরকার ও প্রশাসন শিক্ষার্থীদের সাথে লোফালুফি খেলছে মন্তব্য করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শরীফ বলেন, সরকার বলছে তোমরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পড়ো। সুতরাং প্রশাসন তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। এদিকে প্রশাসন বলছে আমরা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছি। এইযে সরকার ও প্রশাসনের লোফালুফি খেলা- সরকার ছুঁড়ে দিচ্ছে প্রশাসনের দিকে, প্রশাসন ছুঁড়ে দিচ্ছে সরকারের দিকে। মাঝখানে আমরা জাতাঁকলে পড়ে হতাশায় মরছি এর দায়ভার কে নিবে? সবার আলোচনা সাপেক্ষেই তো একটা সুদূরপ্রসারী সিদ্ধান্তে আসা যায়। তবে প্রশাসন কেন তাদের শিক্ষার্থীদের কথা ভেবে সেটা করছে না তা আমাদের বোঝে আসে না বলেও হতাশা প্রকাশ করেছেন তারা।
Discussion about this post