নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরিতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আজ রবিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সভাকক্ষে ইন্ডাসট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে টুল এন্ড টেকনোলজি ইন্সটিটিউট, বাংলাদেশ ইন্ডাসট্রিয়ার টেকনিকেল এসিসটেন্স সেন্টার (বিটাক)-এর মেমোরেন্ডাম অফ আন্ডারস্টেডিং (এমওইউ) চুক্তি স্বাক্ষরকালে এমন মন্তব্য করেন তিনি।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পক্ষে ইন্ডাসট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মহসিন আজিজ খান এবং বিটাকের পক্ষে টুল এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের পরিচালক ড. মো ইহসানুল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাবিপ্রবি সুশাসন, শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে অন্যতম রোল মডেল। বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরি করতে আমরা বদ্ধপরিকর। বিটাকের সাথে আজকের এমওইউ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা সম্পন্ন মানবসম্পদ তৈরি করতে কার্যকরী ভূমিকা পালন করবে।
এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিটাকের মহাপরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, প্রফেসর ড. ইঞ্জি. মোহাম্মদ ইকবাল, প্রফেসর ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
Discussion about this post