নিজস্ব প্রতিবেদক
সদ্য প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। মহামারী করোনায় দীর্ঘ বিরতির পর ফল পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দিত লাখো শিক্ষার্থী ও অভিভাবক। ফলাফল পেয়েই উচ্চশিক্ষার স্বপ্নে বিভোর শিক্ষার্থীরা ছুটছেন নগরীর স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে।
নগরীর অন্যতম খ্যাতিমান চিটাগং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এই উচ্চশিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশীপ ঘোষণা করেছে।ফলে রোববার (৩১ জানুয়ারি) সকাল থেকে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে স্প্রিং ২০২১ সেমিস্টারে ভর্তি হতে আসেন প্রচুর ছাত্র-ছাত্রী।
কর্তৃপক্ষ জানান, করোনার এই সময়ও অ্যাডমিশন অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সব সাবজেক্ট। রয়েছে ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশীপ।
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য শিক্ষার্থীদের ০১৯৪৬-৯৭৩৭৭৮ ও ০১৮৪৪-২১৬৬৬০ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা: www.ciu.edu.bd
এদিকে করোনার এই প্রাদুর্ভাবের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে নিতে বদ্ধপরিকর বলে জানান সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
তিনি বলেন, আমি ভীষণ আশাবাদী স্প্রিং সেমিস্টারের ভর্তির মধ্য দিয়ে চট্টগ্রামের উচ্চশিক্ষায় প্রাণ ফিরবে। আবারও জমে উঠবে সিআইইউ ক্যাম্পাস।
Discussion about this post