নিউজ ডেস্ক
করোনা রোগীদের ৭২ শতাংশই টেলিমেডিসিন সেবা নিয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। দেশের চারটি মোবাইল ফোন অপারেটরদের প্রশংসিত উদ্যোগের কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন মন্ত্রী। প্রত্যাশা করেছেন, আগামী ২৬ মার্চের মধ্যে অপারেটরগুলো তাদের নেটওয়ার্ক পুরোপুরি ৪জি-তে রূপান্তর করবে।
সোমবার দেশের তরুণদের চাকরির সুযোগ তৈরিতে গুগলের ‘কর্মজব’ এর সঙ্গে বাংলালিংক একটি যৌথ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। এসময় অপারেটররা ব্যবসায়ের পাশাপাশি মানবসেবাতেও এগিয়ে থাকবে বলে মনে করেন মোস্তাফা জব্বার।
বাংলালিংকের হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাস্টিনিবিলিটি আংকিত সুরেকার সঞ্চালনায় প্রতিষ্ঠানের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং
গুগল-এর নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভ টিমের অপারেশনস লিড বিকি রাসেল বক্তব্য রাখেন।
এসময় আরো সংযুক্ত ছিলেন বাংলালিংকের ডিজিটাল বিজনেস ডিরেক্টর গৌরব কাক্কর।
অনুষ্ঠানে কেবল দেশের মধ্যে নয় আন্তর্জাতিক পর্যায়েও চাকরি পেতে কর্মজব দারুণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন এরিক অস।
অনুষ্ঠানো জানানো হয়, যৌথ উদ্যোগের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে বাংলালিংক-এর কাস্টোমার সেন্টারগুলিতে কর্ম জবস-এর বিশেষ কিয়স্ক রাখা হবে। এই কিয়স্কগুলিতে কর্ম জবস-এর প্রতিনিধিরা অ্যাপটির মাধ্যমে কীভাবে চাকরি সন্ধান ও বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহার করতে হয় সে বিষয়ে চাকরিপ্রার্থীদেরকে নির্দেশনা দেবেন। এছাড়া সিভি, ইন্টারভিউ ও চাকরি সংক্রান্ত অন্যান্য বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করবে কর্ম জবস।
Discussion about this post