শিক্ষার আলো ডেস্ক
বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের একটি সংগঠন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ব্যানারে আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি টানা তিন দিন জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের আহ্বায়ক হারুন-অর-রশিদ ও সংগঠনের সদস্য সচিব মো. মোস্তফা কামাল পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ভার্চুয়াল বৈঠকে দ্রুত এমপওিভুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।কর্মসূচি অনুযায়ী আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি জেলায় জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সব সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়া হবে।আর আগামী ২৫ জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনের সদস্য সচিব মো. মোস্তফা কামাল জানান, বিধিসম্মতভাবে নিয়োগ পাওয়া সারাদেশের অনার্স-মাস্টার্স স্তরের সাড়ে ৫ হাজার শিক্ষককে জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্ত করার জন্য আমরা আন্দোলন করে আসছি। একই প্রতিষ্ঠানের আমাদের সহকর্মী উচ্চ মাধ্যমিক ও ডিগ্রিস্তরের শিক্ষকরা এমপিওভুক্ত। আর আমরা নন-এমপিও শিক্ষক। উচ্চশিক্ষার স্তরে শিক্ষকতা করে তাদের সামনে দাঁড়াতে নিজেদের খুবই অসহায় ও ছোট মনে হয়।
মো. মোস্তফা কামাল বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি, কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত করা হলে প্রতিমাসে ১২ কোটি বছরে ১৪৪ কোটি টাকা বাজেটে ব্যয়বরাদ্দ প্রয়োজন হবে। অথচ বছরে মাত্র ১৪৪ কোটি টাকায় সাড়ে ৫ হাজার পরিবারের বেঁচে স্বপ্ন পূরণ হয়। বিষয়টি সরকারের নজরে আনতে আমরা সংক্ষিপ্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি। আগামী ২৫ ফেব্রুয়ারি কঠোর কর্মসূচি ঘোষণা করবো। ’
এর আগে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের আরেকটি সংগঠন বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ মানববন্ধন করে এমপিওভুক্তির দাবি জানায়। সংগঠনটিও ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণার কথা জানায়।
Discussion about this post