আন্তর্জাতিক ডেস্ক
নতুন তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদেরকে সমর্থন জানিয়েছেন পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে সিএনএন-এর একটি সংবাদ শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি।
এর আগে ওই একই লিঙ্ক শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী পপস্টার রিহানা। খবর ভারতীয় গণমাধ্যমের।
রিহানা কৃষক আন্দোলনের সংবাদ শেয়ার করে লেখেন, ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’ ভারতে চলমান কৃষক আন্দোলন আন্তর্জাতিক মহলের কাছেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠা উচিত বলেও সংক্ষিপ্ত বার্তায় বুঝাতে চেয়েছেন তিনি। একইসঙ্গে ওই পোস্টে বিক্ষোভকারীদের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিতও দেন তিনি।
রিহানার এই টুইটের পর তাকে আক্রমণ করে ভিডিও বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রিহানার বিরোধিতা করে তিনি টুইটে লিখেছেন, ‘কেউ এসব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয় জঙ্গি। যারা দেশ ভাগ করতে চাইছে। যাতে টুকরো টুকরো হয়ে যাওয়া আমাদের দেশের নিয়ন্ত্রণ নিতে পারে চীন এবং সেখানে চীনা উপনিবেশ তৈরি হতে পারে। যেমন যুক্তরাষ্ট্রে হয়েছে।’
এর আগে কৃষক আন্দোলনের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও কৃষক আন্দোলনের সমর্থন জানিয়েছিলে। সে সময় ট্রুডোর সমর্থনের কড়া সমালোচনা করে জবাবও দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
Discussion about this post