নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুকে নিয়ে দেশে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’র সার্বিক উন্নয়নের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ ৫০ লাখ টাকা অনুদান দেবে।
আগামীকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার রুমে আনুষ্ঠানিকভাবে অনুদানের এই চেক হস্তান্তর করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’র পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম, সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোনালী ব্যাংক লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত থাকবেন।
গত ৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ও ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলমকে এটির প্রথম পরিচালক হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এই পদে নিয়োগ দেন।
অধ্যাপক ড. ফকরুল আলম তিন বছরের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির কাজ হবে শুধু গবেষণা। মুজিববর্ষ এবং বিশ্ববিদ্যালয়ের শতবর্ষকে সামনে রেখে এর উদ্যোগ নেওয়া হয়। এর ফলে বঙ্গবন্ধুকে নিয়ে দেশে গবেষণার জন্য এটিই হতে যাচ্ছে প্রথম ও একমাত্র প্রাতিষ্ঠানিক উদ্যোগ।
Discussion about this post