নিজস্ব প্রতিবেদক
এইচএসসি বিএম শিক্ষাক্রমের তিন জন প্রভাষক প্রথমবারের মত জ্যেষ্ঠ প্রভাষক স্কেল পেয়েছেন। চলতি জানুয়ারি মাস থেকে তাদের জ্যেষ্ঠ প্রভাষক স্কেল কার্যকর হবে।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে তাদের জ্যেষ্ঠ প্রভাষক স্কেল কার্যকর করা হয়েছে। একইসাথে এসএসসি ভোকেশনালের ৫০ জন শিক্ষকের উচ্চতর স্কেল কার্যকর করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ১৩তম সভার সিদ্ধান্তের আলোকে তাদের জ্যেষ্ঠ প্রভাষক স্কেল দেয়া হয়েছে। একইসাথে এসএসসি ভোকেশনালের ৫০ জন শিক্ষকের উচ্চতর স্কেল কার্যক্রর করা হয়েছে। গত বছরের ২৩ জানুয়ারি জারি করা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা অনুযায়ী তাদের আর্থিক সুবিধা কার্যকর করা হয়েছে।
Discussion about this post