নিজস্ব প্রতিবেদক
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী (ইউজিসি) কমিশনের সঙ্গে ২০টি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কোনো বৈঠক নেই। ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখা না রাখার সিদ্ধান্ত নেবেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এসব কথা জানান ইউজিসি সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) প্রফেসর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিটের বিষয়ে আলোচনায় বসছে ইউজিসি ও গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলে খবর ছড়ানো হয়। তবে বিষয়টির সত্যতা নেই বলে নিশ্চিত করেছেন ড. মুহাম্মদ আলমগীর।
এ প্রসঙ্গে তিনি বলেন, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছিল। সেটি আমরা গুচ্ছ কমিটির কাছে পাঠিয়েছি। তাদের সাথে আমাদের কোনো বৈঠক নেই। কেননা এ বিষয়ে তারাই (গুচ্ছ কমিটি) সিদ্ধান্ত নেবেন। এখানে ইউজিসির কিছু করার নেই।
এদিকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় আবেদনের আবেদনের যোগ্যতা, বিভাগ পরিবর্তন ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Discussion about this post