নিজস্ব প্রতিবেদক
২০২০-২০২১ শিক্ষাবর্ষে এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা আয়োজন না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে বিভাগ পরিবর্তন ইউনিট নিয়ে আলোচনা হয়েছে। তবে আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা শেষে বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের কীভাবে ভর্তি নেয়া হবে, সেটি স্ব স্ব বিশ্ববিদ্যালয় ঠিক করবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বৈঠকে উপস্থিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, আজকের বৈঠকে বিভাগ পরিবর্তন ইউনিটের বিষয়ে খুব একটা আলোচনা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে কিছু আলোচনা হয়েছে। তবে বিভাগ পরিবর্তন ইউনিট না রাখার কথাই বহাল রয়েছে।
তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র একটি পরীক্ষা নিবো। সেখানে শিক্ষার্থীদের একটি নম্বর দেয়া হবে। এই নম্বরের ভিত্তিতে পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী আবেদন করবেন। বিশ্ববিদ্যালয়গুলো বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের কীভাবে ভর্তি করাবে সেটি তারাই সিদ্ধান্ত নেবে।
Discussion about this post