নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ এর সার্বিক উন্নয়নের জন্য ৫০ লাখ টাকা অনুদান দিলো সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল সাড়ে ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার রুমে আনুষ্ঠানিকভাবে অনুদানের এই চেক হস্তান্তর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন।এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সিনেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোনালী ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, আদর্শ, সংগ্রাম, ত্যাগ, দেশপ্রেম, নেতৃত্বসহ সকল বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী মানব সম্পদ তৈরির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষের এই মহৎ উদ্যোগ অনুসরণ করে প্রতিষ্ঠানটির উন্নয়নে এগিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান উপাচার্য।
Discussion about this post