নিজস্ব প্রতিবেদক
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনিক ভবন ও ভিসির বাংলোতে প্রবেশ এবং অবস্থান করে যেকোনো কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনুমতি ছাড়া এসব ভবনে কেউ প্রবেশ করতে পারবেনা উল্লেখ করে এক অফিস আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৭৫তম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত অফিস আদেশে এসব নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে প্রশাসনিক ভবন, ভিসির বাংলো, একাডেমিক ভবন এবং শ্রেণিকক্ষের সামনে মিছিল-মিটিং, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ প্রদর্শন, স্লোগান, বক্তব্য প্রদান ও মৌন মিছিলসহ প্রতিবাদের অংশ হিসেবে তালা লাগিয়ে কোনো প্রতিবাদের কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও উল্লেখ করা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত ওই অফিস আদেশ জারি করা হলেও বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে প্রশাসনিক, একাডেমিক ও উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে এবং অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলন করেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিণ্ডিকেট সভা ডেকে নিষেধাজ্ঞার এই আদেশ জারি করেন।
এদিকে, নিষেধাজ্ঞা জারির খবর প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিন্দা জানিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ নিয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনও।
Discussion about this post