নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, সুযোগ থাকলে সবারই টিকা নেওয়া উচিত। এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। করোনাভাইরাস নির্মূলে সরকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনেছে। এই টিকা উদ্ভাবন প্রযুক্তি পরীক্ষিত ও প্রমাণিত। তাই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে টিকা দিলেই যে আর কখনো করোনা হবে না, তা ভাবার কারণ নেই। তাই স্বাস্থ্যবিধি মানতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
গতকাল সন্ধ্যায় তিনি বলেন, সব টিকার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এতে গায়ে জ্বর আসতে পারে। এ ছাড়া মাথা ব্যথা, বমিবমি ভাব, গায়ে এলার্জি বা টিকা দেওয়ার জায়গা হালকা ফুলে যেতে পারে। তবে এটা সাময়িক। দুই-তিন দিনেই টিকা গ্রহণকারী সুস্থ হয়ে যাবেন। তাই ভয় না পেয়ে সবাই নিঃসঙ্কোচে টিকা নিতে পারেন।
তিনি বলেন, সরকার প্রথম ধাপে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ১৮ বছরের নিচের বয়সী শিশুরা টিকা পাবে না। গর্ভবতী নারী, মুমূর্ষু রোগী, প্রচ এলার্জির সমস্যা আছে- এমন ব্যক্তিরা টিকা কর্মসূচির বাইরে থাকবে। বিভিন্ন কারণে শারীরিক প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ক্যানসারের রোগী যারা কেমোথেরাপি কিংবা রেডিও থেরাপি নিচ্ছেন তাদের আপাতত টিকা দেওয়া হবে না। এসব কারণে প্রায় সাত কোটি মানুষ টিকা পাবে না। তাই শিশু ও রোগীদের খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে।
Discussion about this post