শিক্ষার আলো ডেস্ক
পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা আগামীকাল রবিবার (০৭ ফেব্রুয়ারি) থেকে ৪ দাবিতে ফের আন্দোলনে যাচ্ছে । আজ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের মুখপাত্র মেহেদী হাসান লিমন। আন্দোলনে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা ঢাকা আসতে শুরু করেছেন বলেও জানান তিনি।
লিমন বলেন, গত বুধবার আমরা কারিগরী শিক্ষাবোর্ড, শিক্ষামন্ত্রী, ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের দাবি স্মারকলিপি দিয়েছি। কিন্তু দাবির বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কোন সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি। এছাড়া দাবির বিষয়ে আমাদের কোন সিদ্ধান্তও জানানো হয়নি।
পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের দাবিগুলো হল- সেশনজট নিরসন করা; প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া; অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা।
তিনি বলেন, দীর্ঘদিনের সিদ্ধান্তহীনতায় আমাদের শিক্ষার্থীরা হতাশার মধ্যে আছেন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই আগামীকাল রবিবার থেকে আমরা শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা করেছি। পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ইতিমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও শাহবাগসহ সারাদেশে আন্দোলন করেছি।
Discussion about this post