শিক্ষার আলো ডেস্ক
নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধুকে তুলে ধরতে গ্রাফিক নভেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) উদ্যোগে রবিবার সন্ধ্যায় এক ওয়েবিনারে গ্রাফিক নভেল ‘মুজিব’-এর নতুন পর্বের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেন, আমি খুব খুশি হয়েছি গ্রাফিক নভেলের জন্য। কারণ আজকাল ছেলে-মেয়েরা বই পড়তে চায় না। ফেইসবুক নাকি কিসের কারণে জানি না, বই থেকে সরে যাচ্ছে। ওদের তো পড়তে হবে, জানতে হবে।
জাফর ইকবাল বলেন, ওরা যদি মুক্তিযুদ্ধের কথা না জানে, বঙ্গবন্ধুর কথা না জানে; তাহলে তো বাংলাদেশের নাগরিকই হতে পারবে না। এটা খুব ভালো আইডিয়া, গ্রাফিক নভেলের মাধ্যমে তার জীবনের কিছু অংশ দেখানো যাবে।
তিনি বলেন, এই গ্রাফিক নভেলের মাধ্যমে অনেক কিছু জানা গেছে। যেগুলো মানুষের চোখে আগে পড়েনি। বঙ্গবন্ধু বইগুলো লিখেছেন, প্রকাশিত হয়েছে; সেটা বড় একটা কাজ হয়েছে। কারণ আমরা অনেক কিছু জানতে পেরেছি, অন্যথায় এগুলো জানা যেত না। সেটার গ্রাফিক নভেলে অন্যরকম আবেদন থাকবে সেটাই তো স্বাভাবিক।
‘মুজিব’-এর এবারের পর্বে বাঙালির ভাষা আন্দোলন এবং তাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরা হয়েছে। ২০১৫ সালের ১৭ মার্চ গ্রাফিক নভেল মুজিবের প্রথম পর্ব প্রকাশিত হয়। এরপর থেকে সিআরআইয়ের উদ্যোগে এর বিভিন্ন পর্ব প্রকাশিত হয়ে আসছে।
গ্রাফিক নভেলটির সব পর্ব নিয়ে একটি বই প্রকাশের পরামর্শ দেন অধ্যাপক জাফর ইকবাল। তিনি বলেন, বঙ্গবন্ধু অসম্ভব হ্যান্ডসাম মানুষ ছিলেন। দুষ্টু ছিলেন, সেটি নিজেই লিখেছেন তিনি। এগুলো যখন কমিকসে এসেছে, তখন ছোটরা পড়ে খুব মজা পাবে।
এ গ্রাফিক নভেলের মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে জানতে পারবে উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি না বঙ্গবন্ধুকে কতটা দেখাতে পারব। কিন্তু এটা আমাদের দায়িত্ব, পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধুকে জানানো-বোঝানো। তাহলে তারা তাকে অনুভব করতে পারবে। আমরা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছি।
Discussion about this post