আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কনিষ্ঠ নারী বিমানচালক হলেন কাশ্মীরি কন্যা আয়েশা আজিজ।
এর আগে ২০১১ সালে ১৫ বছর বয়সে পাইলট প্রশিক্ষণে কনিষ্ঠ শিক্ষার্থী ছিলেন। পরের বছরে রাশিয়ার সোকোল বিমানঘাঁটিতে এমআইজি-২৯ জেট উড়ানোর প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে।
এরপর বোম্বে ফ্লাইং ক্লাব (বিএফসি) থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন এবং ২০১৭ সালে বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত কয়েক বছরে কাশ্মীরের নারীরা ব্যাপক উন্নতি করেছেন। আর শিক্ষাক্ষেত্রে তারা বিশেষভাবে ভালো করছেন।
আয়েশা আজিজ বলেন, আমি মনে করি, কাশ্মীরি নারীরা ভালো করেছেন। তারা মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন। এই উপত্যকার লোকজন এখন অনেক ভালো করছেন।
Discussion about this post