বিনোদন ডেস্ক
অপূর্ব গিটার ভালো বাজাতে পারেন, কণ্ঠটাও মন্দ নয়—এটা পুরনো খবর। কিন্তু হারমোনিয়াম নিয়ে রীতিমতো গুরুজনদের মতো গলা-সাধার বিষয়টি খটকা লাগার মতো!
তা-ই নয়, মেহজাবীন চৌধুরী তার পাশে তবলা নিয়ে বসে আছেন শিক্ষার্থীর মতো! গান নিয়ে এই অভিনেত্রীর আগ্রহের কোনও তথ্য অতীতে মেলেনি। ফলে পুরো বিষয়টি নিয়ে তৈরি হলো দারুণ খটকা!ঘটনাটি ঘটেছে নির্মাতা মহিদুল মহিমের শুটিং সেটে।
অনেকেই ভেবেছেন শুটিংয়ের ফাঁকে হয়তো মেহজাবীনকে নিয়ে গলা সাধছিলেন অপূর্ব! কিন্তু নির্মাতা সেই শঙ্কা নাকচ করে দিয়ে বললেন, ‘এটাই আসল শুটিং। এখানে কোনও ফাঁক ছিল না। এতে অপূর্ব ভাই গান শেখানোর গুরু আর মেহজাবীন আপু গান শিখছিলেন। গুরু-শিষ্য ঘরানার দুটি চরিত্র নিয়ে কাজটি করেছি। অসাধারণ অভিনয় করেছেন দু’জনে। এমন চরিত্রে তাদের আগে আর দেখা যায়নি বলে আমার ধারণা।’জানা গেছে, ভালোবাসা দিবসের জন্য নির্মিত বিশেষ এই নাটকটির নাম ‘মধু সিং’। মাছরাঙা টেলিভিশনে এটি প্রচার হবে ১২ ফেব্রুয়ারি রাত ৯টায়।
নাটকটির গল্প ভাবনা জিয়াউল ফারুক অপূর্ব নিজেই দিয়েছেন। রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।
নাটকটির গল্প ও অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘মূলত এটি কমেডি ঘরানার গল্পের একটি নাটক। দু’জন সংগীতপ্রেমী মানুষের মজার গল্প তুলে ধরার চেষ্টা হয়েছে এতে। তবে এটা সত্যি, গানের প্রতি প্রবল শ্রদ্ধা আর ভালোবাসা রেখেই গল্পটি এগিয়েছে। দেখা যাক প্রচারের পর কেমন সাড়া মেলে।’
Discussion about this post