অনলাইন ডেস্ক
মঙ্গলের কক্ষপথে সফলভাবে প্রতিস্থাপন হলো সংযুক্ত আরব আমিরাতের স্যাটেলাইট। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের পর পঞ্চম দেশ হিসেবে মঙ্গলে পৌঁছালো সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলে পৌঁছানোর প্রয়াসে হোপ নামের ২০০ মিলিয়ন ডলারের প্রকল্পটি হাতে নেয় ইউএই। গত জুলাইয়ে জাপানের তানেগাসিমা স্পেস সেন্টার থেকে মিতসুবিসি এইচ-২এ রকেটে যাত্রা শুরু করে স্যাটেলাইটটি। গন্তব্যে পৌঁছাতে প্রায় সাত মাস সময় নিয়েছে মিশনটি, যা চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ের সময়ের কিছুটা আগে সম্পন্ন করতে পেরেছে।
স্যাটেলাইটটি লাল গ্রহণের চারপাশে পরিভ্রমণ করবে এবং পরিবেশের নজরদারি করবে। মিশনটির প্রধান লক্ষ্য হলো মঙ্গলের আবহাওয়াকে সঠিকভাবে জানা।
মঙ্গল কেনো হাইড্রোজেন এবং অক্সিজেন নির্গমণ করে, এর ধুলার ঝড় কীভাবে তৈরি হয় এবং গ্লোবাল ওয়েদার সাইকেল সম্পর্কে জানাও সম্পৃক্ত রয়েছে এই প্রকল্পে।
Discussion about this post