নিজস্ব প্রতিবেদক
নগরীর সুপরিচিত ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং(ইউসিটিসি )-এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, কবি ও লেখক মো. জিয়াউল হক-কে ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স ইন পিয়ার-রিভিউইং’ প্রদান করেছে যুক্তরাজ্য ও ভারত ভিত্তিক বিখ্যাত ‘এশিয়ান জার্নাল অব আর্টস হিউমেনিটিস এন্ড সোশ্যাল স্টাডিজ’।
আর্টস হিউমেনিটিস এবং সোশ্যাল স্টাডিস-এর সব বিষয়েই ‘এশিয়ান জার্নাল অব আর্টস হিউমেনিটিস এন্ড সোশ্যাল স্টাডিজ’ উচ্চমানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশ করে। এই জার্নালটিতে এডিটর হিসেবে কর্মরত আছেন ৩ জন- পর্তুগালের ইউনিভার্সিটি অব এভিরো-র অধ্যাপক ডঃ আনা পেডরো,আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ টিন-চুন লিন, এবং অধ্যাপক ডঃ স্টেন সি। এছাড়াও জার্নালটির একাডেমীক এডিটর হিসেবে আছেন ফিনল্যান্ড, ইটালি, ইন্ডিয়া, ব্রাজিল, এবং মালয়েশিয়ার গণ্যমান্য অধ্যাপকগণ।
মূলত: একই ক্ষেত্রে কর্মরত অন্যদের দ্বারা বৈজ্ঞানিক, একাডেমীক বা পেশাগত কাজের মূল্যায়ন করাকেই ‘পিয়ার-রিভিউ’ বলে।যিনি ‘পিয়ার-রিভিউ’ করেন তাকে ‘পিয়ার-রিভিউয়ার’ বলা হয়। জার্নালগুলো সারা বিশ্বব্যাপী যোগ্য, সৎ, পরিশ্রমী, নিবেদিতপ্রাণ, সময়নিষ্ঠ, এবং দায়িত্বশীল ব্যক্তিদেরকেই ‘পিয়ার-রিভিউয়ার’ হিসেবে নির্বাচিত করে।
এই সম্মান অর্জনের প্রতিক্রিয়ায় মো. জিয়াউল হক বলেন, ‘পিয়ার-রিভিউ’ করার মতন মর্যাদাপূর্ণ কাজগুলো বেশ উপভোগ করি।এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।
উল্লেখ্য কবি ও লেখক হিসেবেও তিনি বেশ সুনাম অর্জন করেছেন। বাংলাদেশসহ আমেরিকা, ইংল্যান্ড ও জার্মানিতে তাঁর ৪৬টি বই প্রকাশিত হয়েছে। ধর্ম, কবিতা, গান, ছোট গল্প, ছড়া, প্রবন্ধ,সাহিত্য সমালোচনা, আধ্যাত্মিকতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে রচিত বইগুলো পাঠকমহলে দারুনভাবে সমাদৃত ।
ইউসিটিসির সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরাও মো. জিয়াউল হক এর এই অনন্য অর্জনের জন্য তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Discussion about this post