শিক্ষার আলো ডেস্ক
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ ও অনুষদের ১৫০ জন শিক্ষক-শিক্ষার্থীর শাস্তির সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। এদের মধ্যে ৩ জন শিক্ষক ও ১৪৭ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।
তিনি বলেন, বিভিন্ন সময় পরীক্ষায় অসদুপায় এবং তাতে সহযোগিতা করার জন্য ১৫০ জন শিক্ষক-শিক্ষার্থীকে শাস্তির জন্য সুপারিশ করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে।
Discussion about this post