বিনোদন ডেস্ক
নাম তার মান্য ওমপ্রকাশ সিং। সম্প্রতি শেষ হওয়া মিস ইন্ডিয়া ২০২০ আসরে রানার আপ হয়েছেন তিনি। কিন্তু এই পথটি তার জন্য মোটেও সহজ ছিল না।
ভারতের উত্তরপ্রদেশের কুশিনগরে জন্মগ্রহণ করেছেন মান্য ওমপ্রকাশ। বাবা অটোরিকশা চালক। তবে এটি তাকে তার স্বপ্ন থেকে দূরে রাখতে পারেনি। ভারতের অন্যতম প্রধান সুন্দরী প্রতিযোগিতার আসরে নিজেকে মেলে ধরে রীতিমতো মাত করেছেন। মাথায় তুলেছেন দ্বিতীয় হওয়ার মুকুট।
তিনি আরো বলেছেন, ‘আমার জন্য মা অনেক কষ্ট করেছেন। ১৪ বছর বয়সে বাড়ি থেকে পালিয়েছি। এরপর কোনো রকমে লেখাপড়া শেষ করেছি। এজন্য বিকালে বাসন ধোয়ার এবং রাতে কল সেন্টারে কাজ করেছি। রিকশা ভাড়া বাঁচানোর জন্য হেঁটে কাজে যেতাম। আজ মিস ইন্ডিয়া আসরে আমি আমার বাবা, মা, ভাইদের সকলের সামনে আনতে চাই এবং এটি দেখাতে চেয়েছি যে, যদি সংকল্প ও স্বপ্ন থাকে তাহলে সব সম্ভব।’
এবার মিস ইন্ডিয়া খেতাব জিতেছেন তেলেঙ্গানার মানসা বারাণসী। তিনি একজন ইঞ্জিনিয়ার। এছাড়া মিস গ্র্যান্ড ইন্ডিয়ার মুকুট পেয়েছেন মিস হরিয়ানা মণিকা সেওকান্ড।
Discussion about this post