শিক্ষার আলো ডেস্ক
মার্কিন দূতাবাস আয়োজিত ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম সফলভাবে শেষ হয়েছে। এ প্রোগ্রামে বাংলাদেশের ৪০ শিক্ষার্থী গ্র্যাজুয়েট হয়েছেন। এর মধ্য ২০ জন তরুণ ও ২০ জন তরুণী। গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ৪০ তরুণ-তরুণীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির প্রাক্কালে আমাদের ক্রমবর্ধমান আন্তসংযুক্ত বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের মতো তারুণ্যের শক্তিকে স্বীকৃতি দেওয়ার এর চেয়ে ভালো সময় আর হতে পারে না।’
মার্কিন দূতাবাস আয়োজিত এই কার্যক্রমে ঢাকা অঞ্চলের বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এটাই প্রথম ব্যাচ। দূতাবাসের পক্ষে অ্যাক্সেস প্রোগ্রাম বাস্তবায়ন করছে গ্লোবাল এডুকেটরস ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন (জিইআইএসটি) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
Discussion about this post