নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড়ে অবস্থিত বিথম কলেজ অব প্রফেশনালস-এ গতকাল ‘ওপেন ডে এন্ড স্পট এডমিশন’ উপলক্ষে প্রচুর সংখ্যক শিক্ষার্থীর সমাগম ঘটেছে। এই কলেজটি ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট এবং আই টি বিষয়ে আন্তর্জাতিক মানের ডিপ্লোমা ও বিএসসি কোর্স পরিচালনা করে আসছে সফলতার সাথে। করোনার অতিমারীর কারণে সৃষ্ট স্থবিরতার মাঝে সম্প্রতি প্রকাশিত এইচএসসির ফলাফল শিক্ষাংগনে প্রাণ সঞ্চার করেছে।আর উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এখন তাদের উচ্চশিক্ষায় উন্নত ভবিষ্যতের স্বপ্ন বুনছে।
এই স্বপ্নযাত্রায় সহযোগী হয়ে বিথম কলেজ অব প্রফেশনালস এই ‘ওপেন ডে এন্ড স্পট এডমিশন’ এর আয়োজন করে এবং শিক্ষার্থীদের উৎসাহ দিতে ভর্তি হলেই একটি ল্যাপটপ উপহার দেয়ার ঘোষণা দেয়।
চলতি সেশনে রয়েছে বিভিন্ন মাত্রার স্কলারশীপ। এসএসসি ও এইচএসসি-তে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তরা পাবেন ১০০% স্কলারশীপ, শুধু জিপিএ-৫ পেয়েছেন যারা তারা পাবেন ৭৫% স্কলারশীপ আর জিপিএ-৪.৫ পেয়েছেন যারা তারা পাবেন ৫০% স্কলারশীপ।দিনব্যাপী এই ভর্তি উৎসবে আগত তরুণ দর্শনার্থীরা তাদের ক্যারিয়ার বিষয়ে নানা পরামর্শ পেয়েছেন অভিজ্ঞ শিক্ষকগণের কাছ থেকে। ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পরামর্শ ও শুভেচ্ছা উপহার পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা বিথম কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ প্রসংগে কলেজ অধ্যক্ষ জাকের হোসেন বলেন, বর্তমান বিশে^র অন্যতম সম্ভাবনাময় ক্যারিয়ার ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট । এখানকার কোর্স কারিকুলাম,সিলেবাস ও কোর্স মেটেরিয়ালস সবকিছুই University of Chichester এবং University of Azteca, UK কর্তৃক সরবরাহকৃত। প্রশিক্ষকগণের মধ্যে রয়েছেন বৃটিশ ডিগ্রীধারী বিশেষজ্ঞ এবং বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তাই আমরা চাই মেধাবী প্রজন্ম কর্মক্ষেত্রে বাস্তবধর্মী ক্যারিয়ারের দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাক।
ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ফ্রি ল্যাপটপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে আসছে ২৩ ফেব্রুয়ারী।
Discussion about this post