নিজস্ব প্রতিবেদক
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনামূল্যের বইয়ের চাহিদা সংক্রান্ত একটি চিঠি জালিয়াতি করা হয়েছে।
চিঠিটি হুবহু নকল করে একটি চক্র জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাচ্ছে। এই চিঠির ব্যাপারে সবাইকে সর্তক থাকতে বলা হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) এনসিটিবি থেকে পাঠানো এক চিঠিতে এ কথা বলা হয়।
কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে একই তারিখ স্মারক ব্যবহার করে কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে একটি মেইল জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠানো হয়। যাতে বলা হয়- পাঠ্যপুস্তকের চাহিদা শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ১৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে স্ক্যান করে পিডিএফ ফরমেটে nctb.gov.bd@gmail.com এ ঠিকানায় পাঠাতে। যা এনসিটিবি হতে পাঠানো হয়নি। এ চিঠির ব্যাপারে সবাইকে সর্তক থাকতে বলা হয়েছে।
এনসিটিবির সচিব প্রফেসর নিজামুল করিম বলেন, কেন এ চিঠি নকল করে চাহিদা চাওয়া হয়েছে তা আমাদের কাছে পরিষ্কার নয়। তবে এ চিঠির ব্যাপারে সবাইকে সর্তক করে পাল্টা চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশের সাইবার ক্রাইমের কাছে সহায়তা চেয়েছি।
প্রসঙ্গত, প্রতি বছর বিনামূল্যের বই ছাপানোর আগে জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিসারের মাধ্যমে চাহিদা চাওয়া হয়। যা উপজেলা অফিস স্কুল থেকে তথ্য সংগ্রহ করে জেলা ও আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডে পাঠানো হয়। এ চাহিদার প্রেক্ষিতে বই ছাপার কাজ শুরু করে এনসিটিবি।
Discussion about this post