নিউজ ডেস্ক
আগামী ২২ ফেব্রুয়ারি করোনা টিকার দ্বিতীয় চালান আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন । এ চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ আনা হবে বলে জানান তিনি।
আজ সোমবার বেলা ১২টার দিকে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। এসময় তিনি এ তথ্য জানান।
পাপন বলেন, নিজেদের জন্য বেসরকারি উদ্যোগে টিকার জন্য কোন প্রয়োজনীয়তা নেই, কারণ সবাই ফ্রিতেই টিকা পাচ্ছে। ফলে এখনই বেসরকারি পর্যায়ে টিকা আসছে না। এতো সুন্দর ব্যবস্থাপনায় টিকাদান বিশ্বের অনেক উন্নত দেশও দিতে পারছেন না জানিয়ে পাপন সকলকে টিকা নেওয়ার আহ্বান জানান।
এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে বাংলাদেশ সরকার ২০ লাখ ডোজ টিকা পেয়েছে। এই টিকা পাওয়ার পর সরকার ২৭ জানুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু করে। ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হয়। তারপর ৭ ফেব্রুয়ারি দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়।
Discussion about this post