নিজস্ব প্রতিবেদক
নিজ উদ্যোগে দেশের সব মাদ্রাসায় ভার্চুয়াল মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
গত বৃহস্পতিবার অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, করোনা মহামারী চলাকালীন সংসদ টেলিভিশনে ‘আমার ঘরে আমার মাদ্রাসা’ শীর্ষক নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তার প্রেক্ষিতে মাদ্রাসাগুলো অনলাইন ক্লাস চালুর নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে এই ব্যবস্থা করবেন।
প্রসঙ্গত, দেশে করোনার প্রকোপ শুরুর পর গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কয়েকদফায় বাড়িয়ে সেই ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
Discussion about this post