শিক্ষার আলো ডেস্ক
উচ্চশিক্ষায় গবেষণা খাতে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে গ্রামীণফোন (জিপি) । মাস্টার্স, এমফিল ও পিএইচডি প্রোগ্রামের জন্য গবেষণায় বরাদ্দ দেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গ্রামীণফোনের গভর্নমেন্ট অ্যাকাউন্টস বিজনেসের পরিচালক নুরুল ফেরদৌস মুসান্না’র নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধি দল সোমবার (১৫ ফেব্রুয়ারি) ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি উচ্চশিক্ষায় গবেষণায় সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
অনলাইন শিক্ষায় সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সুবিধাটি দেশে করোনার প্রকোপ কমে গেলেও অব্যাহত রাখা এবং এটিকে ইউজার ফ্রেন্ডলি করার আহ্বান জানান অধ্যাপক আলমগীর। তিনি জিপির নেটওয়ার্কের কারিগরি দিকে নজর দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ইউজিসিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য গ্রামীণফোনের স্পেশাল প্যাকেজ দেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, জেনারেল সার্ভিসেস, এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, যুগ্ম-সচিব জাফর আহমদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
Discussion about this post