নিজস্ব প্রতিবেদক
শিক্ষা-সংস্কৃতির বিভিন্ন স্তরে সফলতার স্বাক্ষর রেখে চলেছে বন্দর নগরীর স্বনামধন্য পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি । মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার মাধ্যমে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই বিদ্যাপীঠ।
করোনাতান্ডবে বিধ্বস্ত শিক্ষাঙ্গনে শিক্ষার আলো ছড়িয়েছে হাতে গোণা যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান তন্মধ্যে অন্যতম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।গত জুন মাস হতে এ পর্যন্ত প্রায় ২৮,০০০টি অনলাইন ক্লাস নিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ।যথাসময়ে পরীক্ষাও হয়েছে অনলাইনে। তাই এই বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টারে ভর্তির সাম্প্রতিক আবেদনে সদ্য উত্তীর্ণ এইচএসসি শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে।
এ প্রসংগে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান বলেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সব সময় যুগোপযোগী শিক্ষায় বিশ্বাসী। একাডেমিক শিক্ষার বাইরেও এখানে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা, সেমিনার, ইন্টার্নশিপ, সিম্পোজিয়ামসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে কাজ করছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এখানে মেধা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে ১৯৪ জন পূর্ণ ও খন্ডকালীন শিক্ষক। উচ্চ শিক্ষায় উৎকর্ষ অর্জন কার্যক্রমকে হাতিয়ার করে আন্তর্জাতিক নিয়ম মেনে আমাদের এখানে প্রতিটি ক্লাসরুমে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থীর আসন ব্যবস্থা রাখা হয়েছে।শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষের পাশাপাশি রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম।কম খরচে কিভাবে মান সম্মত শিক্ষা প্রদান করা যায় সেক্ষেত্রে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ব্যবসায় প্রশাসন অনুষদ- বিবিএ, হোটেল ম্যনেজমেন্ট, কলা অনুষদ- ইংরেজি, ব্রডকাস্ট এন্ড প্রন্টি র্জানালজিম,র্অথনীত,ফ্যাশন ডজিাইন এন্ড টকেনোলজী, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ- সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) , কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আইন অনুষদ- এলএলবি বিষয়গুলোতে ভর্তি চলছে। মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য টিউশন ফি এ বৃত্তিসহ নানাবিধ সুযোগ সুবিধা প্রদান করছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ।এছাড়াও পার্বত্য অঞ্চলের সুবিধা বঞ্চিত উপজাতি এবং মুক্তিযোদ্ধার সন্তান ও একই পরিবারের শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা।
বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির এডমিশন অফিস, ৭-১৪, নিকুঞ্জ হাউজিং সোসাইটি,দক্ষিণ খুলশী, চট্টগ্রাম অথবা সরাসরি ০১৮৫১-১২০৭৯১,০১৭৭৩-২২৫৫০০,০১৭৭৩-২২৫৫১১ নম্বরে যোগাযোগ করা যাব। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েব সাইট www.portcity.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে।
|
Discussion about this post