নিজস্ব প্রতিবেদক
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উদ্যোগে ২য় থেকে ৮ম সেমিস্টারের ২০২১ সেশনের অনলাইন সেশন ইনসেপশন প্রোগ্রাম আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিচারপতি নাঈমা হায়দার।
তিনি বলেন আইনের ছাত্রছাত্রীদের তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক বিষয়ে দক্ষতা অর্জন অপরিহার্য।ছাত্রীদের উদ্যেশ্যে তিনি আরো বলেন,নিজেদেরকে নারী হিসেবে নয়,মানুষ হিসেবে বিবেচনা করে সাহসের সাথে নিজেকে সফলতার জন্য প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.এ.এফ.এম আওরঙ্গজেব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ,চবি আইন অনুষদের ডীন প্রফেসর এ বি এম আবু নোমান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর আ.ন.ম.ইউসুফ চৌধুরী,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.নারায়ন বৈদ্য,রেজিষ্টার এ.এফ.এম.আখতারুজ্জামান কায়সার। আইন বিভাগের সহকারী অধ্যাপক আল আমিনের সঞ্চালনায়উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে বিভাগের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন।
ভার্চুয়াল অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য প্রফেসর ড.এ.এফ.এম. আওরঙ্গজেব বলেন,আইনের ছাত্রছাত্রীদের সমাজে বৈষম্য দূর করে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।এসব দায়িত্ব পালনের জন্য নিজেদের উপযুক্ত ও দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য পড়াশোনার কোন বিকল্প নেই।
Discussion about this post