নিজস্ব প্রতিবেদক
দ্রুততম সময়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সবাইকে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকার নিবন্ধনের আওতায় আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদল্লাহ।
একইসঙ্গে সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সব উপযুক্ত ব্যক্তিকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান। এসময় তিনি উচ্চশিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দ্রুততম সময়ে ও যথাযথভাবে টিকাদান কর্মসূচি হাতে নেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউজিসি চেয়ারম্যানের পর করোনার টিকা নেন কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং কমিশনের পরিচালকরা। এছাড়া ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও পরিচালকদের সহধর্মিণীরাও কোভিড-১৯ টিকা নিয়েছেন।
Discussion about this post