নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর ২০ নম্বর রাখা হয়েছে। এছাড়া লিখিত অংশের জন্য ৪০ এবং এমসিকিউয়ের ওপর ৬০ নম্বরের প্রশ্ন রাখার প্রস্তাব করেছে ডিনস কমিটি।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জেনারেল এডমিশন কমিটির সভায় এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।
এদিকে ডিনস কমিটির বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাবির ভর্তি পরীক্ষায় জিপিএর ওপর কোনো নম্বর থাকছে না বলে প্রচার করা হয়। এমনকি দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। তবে ডিনস কমিটির একাধিক সদস্য জিপিএর ওপর ২০ নম্বর রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আগামী ৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
Discussion about this post