নিজস্ব প্রতিবেদক
প্রাথমিকের দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ১০৪টি উপজেলায় উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট এবং ১৬ উপজেলায় মিড-ডে মিল কর্মসূচির চাল, ডাল ও ভোজ্য তেল শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। দেশের সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই নির্দেশনা দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মুহাম্মদ সোহেল হাসান স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
করোনার কারণে এই কর্মসূচি স্থগিত থাকার পর ১৫ ফেব্রুয়ারি স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।করোনা কারণে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় এর আগেও একবার শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে বিস্কুট এবং চাল, জাল ও ভোজ্য তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
অফিস আদেশে বলা হয়, দেশব্যাপী কোভিড-১৯ এর সংক্রামণ রোধ এবং বিস্তার প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। ফলে দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ১০৪টি উপজেলায় বিস্কুট বিতরণ স্থগিত রয়েছে।
এর আগে গত ১০ জুন দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ৩০তম স্টিয়ারিং কমিটির সভায় প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট এবং মিড-ডে মিলের ১৬টি উপজেলার শিক্ষার্থীদের জন্য সংগৃহীত ও মজুদ চাল, ডাল ও ভোজ্য তেল বাড়িতে বাড়িতে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সিদ্ধান্তের আলোকে বিতরণের এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, দারিদ্র পীড়িত স্কুল ফিডিং প্রকল্পের মেয়াদ ২০২১ সালের জুনে শেষ হবে। সেহেতু প্রকল্পের প্রাথমিক বিদ্যালয়ভুক্ত শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে এককালীন ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুটের মজুদ থাকা সাপেক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আগের গাইড লাইন অনুযায়ী বিতরণ করতে হবে।
আদেশে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিস্কুট এবং চাল, ডাল ও ভোজ্য তেল বিতরণে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার পরস্পর সমন্বয় করে এনজিও কর্মীদের মাধ্যমে বিতরণের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়।
Discussion about this post