অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। এবার টেস্ট ক্রিকেটকেই বিদায় বললেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯টি টেস্ট খেলা এই ব্যাটসম্যান বুধবার ব্যক্তিগত ইনস্টাগ্রামে এ ঘোষণা দেন।
ডু প্লেসি জানান, আসন্ন দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগী হতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যক্তিগত ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায়ে প্রবেশ করার এখনই সময়।’
টেস্ট আঙিনায় যে ম্যাচে প্রবেশ করেছিলেন, সে ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে রক্ষা করেছিলেন ম্যাচ বাঁচানো এক শতক তুলে নিয়ে। ২০১২ সালে অ্যাডিলেডে সেই ম্যাচের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর খেলেছেন আরও ৬৮টি ম্যাচ, দলের অধিনায়কও ছিলেন ৩৬ টি টেস্টে। সব মিলিয়ে টেস্ট ফরম্যাটে তুলে নিয়েছিলেন দশটি শতক। ৪০ গড়ে করেছেন ৪১৬৩ রান। তবে সে সংখ্যাটা থেমে যাচ্ছে সেখানেই।
ডু প্লেসি বলেন, ‘যদি ১৫ বছর আগে আমাকে কেউ বলতো আমি দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯টি টেস্ট খেলবো, অধিনায়কত্ব করবো, তাহলে আমি বিশ্বাসই করতাম না। এমন একটা আশীর্বাদপুষ্ট ক্যারিয়ার পেয়েছি দলের কাছ থেকে, সেজন্যে আমার কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই করার নেই।’
দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান জানালেন, দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মনোযোগ দিতে চান ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে। বললেন, ‘আগামী দুই বছর হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর। এ কারণে ক্রিকেটের এই ফরম্যাটে মনোযোগী হচ্ছি। এ সময়ে বিশ্বের যে কোনো প্রান্তে যত বেশি সম্ভব টি-টোয়েন্টি খেলতে চাই, যেন নিজের সাধ্যে থাকা সেরা খেলোয়াড়টাই হতে পারি আমি।’
তবে এ সিদ্ধান্ত তার ওয়ানডে ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না। সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ভাষ্য, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ফরম্যাটে আমি আরও অনেক কিছু দিতে পারবো দক্ষিণ আফ্রিকাকে। এর মানে এই নয় যে আমার পরিকল্পনায় আর ওয়ানডে ক্রিকেটের অস্তিত্ব নেই। আমি কেবল অল্প সময়ের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছি।’
Discussion about this post