আন্তর্জাতিক ডেস্ক
স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে আশ্বাস দিয়েছেন যে, আগামী আগস্টের আগেই যুক্তরাষ্ট্রে সবার জন্য টিকা নিশ্চিত করা হবে। অর্থাৎ জুলাইয়ের মধ্যেই দেশের সর্বস্তরের মানুষ ভ্যাকসিন পাবে।
এর আগে প্রেসিডেন্ট বাইডেন আশা প্রকাশ করেছিলেন যে, আগামী বসন্তের আগেই হয়তো সবার জন্য টিকা সহজলভ্য হবে। কিন্তু টিকার সহজলভ্যতা এবং তা সরবরাহের ক্ষমতা উভয় ক্ষেত্রেই বিভিন্ন ধরনের অসুবিধার কথা উল্লেখ করে আনুমানিক সময় জানিয়েছে হোয়াইট হাউস।
তিনি বলেন, ‘জুলাইয়ের শেষ নাগাদ আমাদের হাতে ৬০ কোটি টিকার ডোজ পৌঁছে যাবে। প্রত্যেক আমেরিকানকে টিকার আওতায় আনতে এই সংখ্যা যথেষ্ঠ।’
একই সঙ্গে বাইডেন বলেন, শিক্ষার্থীদের দ্রুত স্কুলে ফিরিয়ে আনতে চান তিনি। সে কারণে শিক্ষকদের আগেই টিকা প্রদানের বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।
কবে নাগাদ জীবন-যাত্রা স্বাভাবিক হবে? এমন প্রশ্নে উত্তরে বাইডেন বলেন, ‘আগামী বড়দিনের মধ্যেই আমরা ভিন্ন ধরনের পরিবেশে থাকব।’
বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশেই। এ পর্যন্ত সেখানে ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ২২০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ৪১৮ জন।
Discussion about this post