শিক্ষার আলো ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীব বিজ্ঞান স্কুলের আওতাধীন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন থেকে দুইজন গবেষক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।
গবেষক মো. নাছিম রানাকে তার ‘ডিভেলপমেন্ট অব লো ডেনসিটি অ্যান্ড কুইক সেটিং সিমেন্ট-বন্ডেড কম্পোজিটস ফ্রম এগ্রিকালচারাল রেসিডিউজ’ শীর্ষক পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের (থিসিস) জন্য পিএইচডি ডিগ্রি দেওয়া হয়।
গত ৯ ফেব্রুয়ারি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়।
এর আগে গত ১৪ জানুয়ারিতে অনুষ্ঠিত বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজের ৪৫তম সভার ২২ ও ২৩তম সিদ্ধান্ত, ১৭ জানুয়ারিতে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৭১তম সভায় গৃহীত হয় এবং ২৩ জানুয়ারিতে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২১২তম সভায় তাদের পিএইচডি ডিগ্রি অনুমোদন দেওয়া হয়।
Discussion about this post