খেলাধূলা ডেস্ক
মোট ২৫২ জন বিদেশি এবং ২৫৫ জন স্থানীয় খেলোয়াড় আসন্ন টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’র জন্য নাম নিবন্ধন করেছেন। নিজেদের ঘরোয়া এই টুর্নামেন্টের ব্যাপারে খবরটি এক বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এছাড়া বাবর আজম, ডেভিড ওয়ার্নার ও নিকোলাস পুরান আছেন সর্বোচ্চ রিজার্ভ মূল্যের ক্যাটাগরির খেলোয়াড়দের মধ্যে। ড্রাফট থেকে এবার দল পাবেন মোট ৩৫ জন। তার মধ্যে কেবল ৭ জন বিদেশি ও ২৮ জন স্থানীয় খেলোয়াড়।
ইসিবি’র ১০০ বলের এই আসরের উদ্বোধনী মৌসুম শুরুর কথা ছিল গত বছর। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে তা স্থগিত করা হয়। তবে বোর্ড চলতি বছরের জুলাইয়ে দ্য হান্ড্রেড শুরু পরিকল্পনা করছে এবার।
এই টুর্নামেন্টের ড্রাফট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। আট দলে থাকবে ১৪ জন খেলোয়াড়। যার মধ্যে থাকবে ৩ জন বিদেশি।
Discussion about this post