নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় একই সাথে অনির্দিষ্টকালের জন্য সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়। হঠাৎ ছুটির কারণে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলমান পরীক্ষা সম্পূর্ণ করতে পারেনি।
প্রায় এক বছরের ব্যবধানে বড় ধরণের সেশনজট এড়াতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী আগের অসম্পূর্ণ পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানুয়ারির ১৯ তারিখ থেকে শুরু করে আজ ১৮ ফেব্রুয়ারি অসম্পূর্ণ পরীক্ষাগুলো নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনেই অসম্পন্ন পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ।
শেষ পরীক্ষার দিনে আজ বৃহস্পতিবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের প্রতিটি পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। তিনি বলেন, শেষ পরীক্ষার মাধ্যমে সব বিভাগ তাদের একাডেমিক কার্যপ্রক্রিয়ায় এগিয়ে গেল আরো এক ধাপ।
Discussion about this post