নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ মিলে যাওয়ায় প্রস্তাবিত প্রিলিমিনারি (প্রাথমিক বাছাই) পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ভর্তি পরীক্ষা নিয়ে আলাপকালে এ কথা জানান তিনি।
অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, এবার যেহেতু এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অনেক ভালো হয়েছে, সেহেতু বুয়েটে অনেক শিক্ষার্থী আবেদন করবেন। তবে সবার ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব নয়। সেজন্য প্রাথমিকভাবে শিক্ষার্থীদের বাছাই করার প্রস্তাব এসেছে। আমরা ২৮ মে এই বাছাই প্রক্রিয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলাম।
বুয়েট উপাচার্য বলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ২৮ মে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমরা ওইদিনে প্রাথমিক বাছাইয়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। একই দিনে দুটি ইউনিভার্সিটির পরীক্ষা নিয়লে শিক্ষার্থীদের অনেক সমস্য হবে। সেজন্য সেটি পরিবর্তন করা হবে।
প্রাথমিকভাবে বাছাই কোন প্রক্রিয়ায় হবে? জানতে চাইলে তিনি আরও বলেন, এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একাডেমিক কাউন্সিল কাজ করছে। ভর্তি পরীক্ষা নিয়ে তাদের কাছে অনেকগুলো প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি তারা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবেন। শিগগিরই এই বিষয়ে জানিয়ে দেয়া হবে।
Discussion about this post