শিক্ষার আলো ডেস্ক
স্কুল খোলা না থাকায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়ে উদ্বেগে পরীক্ষার্থীরা। অনলাইন ক্লাসে ভরসা পাচ্ছে না তারা। এবারের এসএসসির পাঠ্যক্রম সংক্ষিপ্ত করা হলেও, পরীক্ষার্থীরা ফিরতে চান ক্লাসরুমে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা জুন-জুলাইয়ে আয়োজনের আভাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সেই সাথে বছর জুড়ে বন্ধ থাকা স্কুল, উদ্বেগ বাড়িয়েছে পরীক্ষার্থীদের। অনলাইন নির্ভর পড়াশোনা চললেও তাতে ভরসা কম।
স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে, এরই মধ্যে সংক্ষিপ্ত করা হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যক্রম। তারপরও, সীমিত পরিসরে হলেও স্কুল খোলার দাবি, এসএসসি পরীক্ষার্থীদের। তারা বলেন, স্কুলে দু এক মাস পড়ার সুযোগ হলে প্রস্তুতি ভালো হতো।
গত প্রায় এক দশক ধরে ফেব্রুয়ারির প্রথম দিন, এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে।
Discussion about this post