নিজস্ব প্রতিবেদক
আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একদল শিক্ষার্থী।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাউজান উপজেলার চুয়েট ক্যাম্পাসে শহীদ তারেক হুদা হলের সামনে ২০ জনেরও বেশি শিক্ষার্থী অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন।
এর মধ্যে যারা চট্টগ্রাম শহরের বিভিন্ন মেস কিংবা বাসায় থাকতেন তারা পরীক্ষা উপলক্ষে শহরের মেস বা বাসায় উঠলেও বিপাকে পড়েছেন হলে থাকা শিক্ষার্থীরা।
করোনার কারণে হল বন্ধ থাকায় শনিবার ক্যাম্পাসে ফিরে হলের সামনেই অবস্থান নেন তারা।
একজন শিক্ষার্থী জানান, বাড়ি সুনামগঞ্জ হওয়ায় হলে থেকেই দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছি। করোনার কারণে হল বন্ধ ঘোষণা করায় বাড়ি চলে যাই।
তিনি বলেন, সোমবার থেকে আমাদের চতুর্থ বর্ষের পরীক্ষা। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও হল খুলে দেয়নি। ক্যাম্পাস গ্রাম এলাকায় হওয়ায় থাকার জন্য আশপাশে ভালো জায়গাও নেই। আমরা এখন কোথায় যাবো?
জানতে চাইলে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল করিম জানান, করোনা পরিস্থিতির কারণে সরকারি সিদ্ধান্তেই হলগুলো বন্ধ করা হয়। হল বন্ধ থাকায় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কষ্ট আমরা বুঝতে পারছি।
তিনি বলেন, আমাদের প্রভোস্টসহ অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। আজ রাতে কষ্ট হলেও অন্য বন্ধুদের সঙ্গে তাদের থাকার অনুরোধ জানিয়েছেন। ভিসি স্যার হল খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সঙ্গে কথা বলছেন।
আগামীকাল একুশে ফেব্রুয়ারি। সকালে কিছু অনুষ্ঠান আছে। এরপর আমরা মিটিংয়ে বসবো। কাল বিকেলের মধ্যেই হল খুলে দেওয়ার ব্যাপারে পজিটিভ কোনো সিদ্ধান্ত আসবে বলে আমরা আশাবাদী বলেন প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল করিম।
Discussion about this post