কাওসার পারভীন
আমি দেখিনি কন্ঠনালী স্তব্ধ করার নিপীড়নের দহন
দেখিনি বায়ান্নর ভাষা আন্দোলন,
অনুভব করেছি রক্তের উম্মাদনায়,
শিরায় শিরায় টগবগে নাচন।
শুনেছি মুখের ভাষা কেড়ে নেবার
সেই ঘৃণিত চক্রান্তের ইতিহাস,
জেনেছি প্রানের ভাষা বাংলাকে
শিরে ধারণ করে ,নির্ভিক ভাষা সৈনিকদের জীবন বাজি রাখার উচ্ছাস।
ইতিহাসের অমর অধ্যায়কে বক্ষে ধারণ করেছি,
লালন করেছি গর্বভরে,
সেই ত্যাগ গাঁথার অবিস্মরণীয় দিনগুলি,
রক্তে রক্তে রঞ্জিত রাজপথে।
আমি অনুভব করি,
অত্যাচারীর নিষ্ঠুর আঘাতে বক্ষ বিদীর্ণ করে,
অদম্য সাহসী ভাষা সেনাদের ত্যাগ মহিমার সেই দিনকে,
মাতৃভাষার অনির্বাণ শিখা জ্বলা সেই সংগ্রামী চেতনাকে।
বাঙালির ললাটে বাংলা ভাষার রাজটিকা দিয়েছিল এঁকে,
আমি দেখেছি আমার হৃদয় গভীরের ভিন্ন দুটি চোখে।
জয় জয়কারে পেয়েছি প্রাণের ভাষাকে, মায়ের ভাষাকে,
যে ভাষায় কথা বলি,যে ভাষায় ভাটিয়ালি,ভাওয়াইয়া গাই ,
গাই পল্লীগান, মন মাতানো জারিগান ,সারিগান ,পালাগান
সে আমার বাংলা ভাষার গান, বাংলাদেশের গান।
আমার ভাইয়ের রক্তের আখরে লেখা আজ এই একুশের নাম,
শত সালাম তাদের, হাজার সালাম।
Discussion about this post