খেলাধূলা ডেস্ক
মিডফিল্ডার ক্যাসেমিরোর একমাত্র গোলে কোনোমতে রিয়াল ভায়াদোয়িদের মাঠ থেকে জয় নিয়ে ফিরে এলো রিয়াল মাদ্রিদ। সে সঙ্গে শিরোপা ধরে রাখার দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলো জিনেদিন জিদানের শিষ্যরা।
লেভান্তের কাছে সেই হারের পর নিজেদের জয়ের ধারাতেই ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। এবার রিয়াল ভায়াদোয়িদের মাঠে গিয়ে পয়েন্ট খুইয়ে আসতে পারতো লজ ব্লাঙ্কোজরা। কিন্তু ম্যাচের ৬৫ তম মিনিটে দুর্দান্ত এক হেডে স্বাগতিকদের জালে বল জড়ান ক্যাসেমিরো। বলটি ক্রস করেছিলেন টনি ক্রুস।
ক্যাসেমিরো অবশ্য দুই অর্ধে আরও দুটি নিশ্চিত গোলের সুযোগ মিস করেছিলেন। শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ের ম্যাচে তার তৃতীয় হেডটি গিয়ে আশ্রয় নেয় ভায়াদোয়িদের জালে।
রিয়াল ভায়াদোয়িদের মাঠে করিম বেনজেমাকে ছাড়াই খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। এছাড়া ইনজুরির কারণে নিয়মিত খেলা আরও আট ফুটবলার ছিল না দলে। তবুও, টানা চতুর্থ জয় তুলে নিয়ে জিদানের শিষ্যরা শিরোপা দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম হলো।
ম্যাচ শেষে ক্যাসেমিরো বলেন, ‘একটি ভালো শট নেয়ার জন্য আপনাকে সব সময়ই সঠিক এরিয়ায় থাকতে হবে। আমি তিনটি ভালো সুযোগ পেয়েছিলাম। শেষ পর্যন্ত গোল করতে পেরেছি তৃতীয় সুযোগে। তবে এর জন্য কৃতিত্ব অবশ্য টনিকে (ক্রুস) দেয়া প্রয়োজন। সব সময়ই দুর্দান্ত ক্রস দিয়ে থাকে সে।’
Discussion about this post