পাকিস্তান সুপার লিগে নিজের অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। তার অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে আসর শুরু করেছে লাহোর কালান্দার্স।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স। প্রথমে ব্যাট করা পেশোয়ার জড়ো করে ১৪০ রান। ৪৪ বলে ৫০ রান করেন রবি বোপারা। এছাড়া শেরফানে রাদারফোর্ড ২৭ বলে ২৬ ও শোয়েব মালিক ২৪ বলে ২৬ রান করেন। ১১ বলে ২৩ রান করে অপরাজিত করেন এমাদ বাট।
মাত্র ১৪ রানের খরচায় ৩ উইকেট শিকার করেন শাহীন শাহ আফ্রিদি। ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ১৪ রান খরচ করে রশিদও।
জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজের ২৬ বলে ৩৩ ও রশিদ খানের ১৫ বলে ২৭ রানের অপরাজিত দুই ইনিংসে ভর করে ৯ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় লাহোর। শাহীন নির্বাচিত হন ম্যাচের সেরা খেলোয়াড়।
দিনের পরের ম্যাচে তিক্ত অভিজ্ঞতা হয়েছে শহীদ আফ্রিদির। আরেক গোল্ডেন ডাকের শিকার হওয়া পাকিস্তানি অলরাউন্ডার অবশ্য বল হাতে উজ্জ্বল ছিলেন। প্রথমে ব্যাট করতে নেমে আফ্রিদি-রিজওয়ানের দল জড়ো করে ১৫০ রান। আফ্রিদি গোল্ডেন ডাক পেলেও রিজওয়ান ৫৩ বলে ৭১ রান করেন।
জবাবে খেলতে নেমে ৩ উইকেট ও ৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। ৩১ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন লুইস গ্রেগোরি। ৪ ওভারে ২৪ রানের খরচায় ২ উইকেট শিকার করেন আফ্রিদি।
Discussion about this post