শিক্ষার আলো ডেস্ক
সরকারের নির্দেশে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা, আবাসিক হল খুলে দেওয়া এবং পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এজন্য আগামীকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে।
সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এসময় তিনি বলেন, আগামীকাল সকাল সাড়ে ১০টায় একাডেমিক কাউন্সিলের মিটিং রয়েছে। সেই মিটিংয়ে আমরা সরকারি, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তগুলো সমন্বিত করে একটি সিদ্ধান্তে আমরা আসবো।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীরা তালা ভেঙে হলে উঠার প্রবণতা রয়েছে কি না? জানতে চাইলে ভিসি বলেন, আমাদের শিক্ষার্থীরা দায়িত্বশীল। তারা এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস৷
প্যানডেমিকের সময়ে কোন বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বরং সমন্বিত সিদ্ধান্তের দিকে আমাদের এগোতে হবে বলে জানান ঢাবির উপাচার্য।
Discussion about this post