নিজস্ব প্রতিবেদক
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. তানভীর হাসান।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আবদুল হামিদ আইইউবির উপাচার্য হিসেবে অধ্যাপক তানভীর হাসানকে নিয়োগ দিয়েছেন।
তানভীর হাসান এর আগে কর্মজীবনে রুজভেল্ট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রভোস্ট (প্ল্যানিং অ্যান্ড বাজেট), দুই বার এমবিএ প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিন ও পরিচালক এবং রুজভেল্ট ইউনিভার্সিটির কলেজ অব বিজনেসের ফিন্যান্স অনার্স প্রোগ্রামের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক তানভীর ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বেইলর ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে অনার্স করেন।
বিভিন্ন ব্যবসায়িক ও অর্থনীতি বিষয়ক জার্নালে তার ৪০টিরও বেশি নিবন্ধ প্রকাশিত হয়েছে।
Discussion about this post