বিনোদন ডেস্ক
সাংবাদিক লেখক গবেষক মিতা, খবরের পিছনে ছোটেন সব সময়, চমক দেয়াই তার চরিত্র। এমনই এক চমকের খোঁজে মিতা একা চলে এসেছেন মদনপুর গ্রামে। পাহাড়ি গ্রামে উচু-নিচু পথ তাই রিকশা চলাচল করেনা। হেঁটে অথবা ভটভটিতে চড়তে হয়। এখানে এইসব গাড়িকে চাঁন্দের গাড়ি বলে। মিতার সাথে অ্যান্ড্রয়েড মোবাইল সেট। এইসব সেটে অনেক সুবিধা।
মিতা আজ বাংলাদেশের ত্রাস জঙ্গি আসলামের একমাত্র সঙ্গী রনির সাথে কথা বলবে। শর্ত মেনে নিয়েছে মিতা। পুলিশ বা তৃতীয়পক্ষ এই সংবাদ জেনে গেলে মিতাকে মেরে ফেলা হবে। মিতা ভয়হীন, সে রাজি। একাই রনির স্বাক্ষাৎকার নিতে চলে এসেছে এই দুর্গম এলাকায়। স্বাক্ষাৎকার শেষে সে রনিকে রাজি করিয়েছে আত্মসমর্পণ করার। কাজ শেষ করে সে ফিরছে এমন সময় জঙ্গি আসলামের অন্য সদস্যরা মিতার উপস্থিতি ও রনির আত্মসমর্পন করার খবর টের পায়।
মিতাকে ধরে তার সব কিছু কেড়ে নিতে চেষ্টা করে। জীবনের চেয়ে তথ্য বড় তাই মিতা ঝাপিয়ে পড়ে পাহাড়ি নদীতে। স্রোতে মিতা নিজেকে সামলাতে পারেনি। হারিয়ে গেছে তার মোবাইল সেট। একরাশ হতাশা নিয়ে রাতের অন্ধকারে সে হাতরে হাতরে অজানা পথে এগিয়ে যায়। এখান থেকেই নাটকের শুরু। মিতা নিঃশব্দে গিয়ে দাঁড়ায় কুটিরের কাছে। কাঠের জানালায় চোখ রাখে, মিতা দেখতে পায় বঙ্গবন্ধুর ছবি। এই ছবি মিতাকে বিপদমুক্ত হবার সংকেত দেয়। মিতার আশঙ্কা দূর হয়। সে ভুল জায়গায় আসেনি, বরং বিপদ তাকে হয়ত নতুন কোন তথ্য দিবে। আশায় বুক বেঁধে মিতা দরজার সামনে দাঁড়িয়ে ডাক দেয়।
ভেতর থেকে দেবদাস সাহা দরজা খুলে দেয়। মিতা মুহূর্তেও মধ্যে দেবদাসের সাথে মিশে যায়, তার বিশ্বাস বঙ্গবন্ধুর সৈনিকদের কাছে বিপদের কিছু নেই, বরং তাদেরকাছে দেশ জাতি প্রতিটি নাগরিক নিরাপদ। দেবদাসের জীবনযাপনের নানা তথ্য যোগাড় করা শুরু করে মিতা। মিতার সাথে গল্পেগল্পে রাত কেটে যায় দেবদাসের, মিতা জানে তার অজানা বঙ্গবন্ধুর জীবনকাহিনীর অনেক তথ্য। ভিন্নমতাবলম্বীদের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক, অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর চরিত্র। দেবদাস ভোরে মিতাকে বিদায় জানায় “জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে”। মিতা কিন্তু খালি হাতে ফিরল না, চমক নিয়েই ফিরল।
বঙ্গবন্ধু খেতাবপ্রাপ্তী দিবসের বিশেষ নাটক দিনচিরদিন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এ ডি দুলাল। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুষমা সরকার, ফারজানা রিক্তা, সূর্যদীপ্ত ও শাহরিয়ার মোতালেব। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দেশটিভিতে নাটকটি প্রচারিত হবে বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে।
Discussion about this post